প্রকাশিত: Sat, Jan 14, 2023 1:52 PM আপডেট: Sun, Dec 7, 2025 1:26 AM
পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের জন্মদিন, তিনি ২০২২ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করেন
মারুফ হাসান : [১] সৈয়দা রিজওয়ানা হাসান হলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ‘পরিবেশ পুরস্কার’ এবং প্রথম বাংলাদেশী হিসেবে ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’ প্রাপ্ত এবং ২০০৯ সালে টাইম সাময়িকীর ‘হিরোজ অফ এনভায়রনমেন্ট’ খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী। এছাড়া তিনি ২০১২ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার পান এবং২০২২ সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান। [৩] রিজওয়ানা হাসান ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা সুরাইয়া হাসান। তিনি বাবা-মায়ের একমাত্র কন্যা। তিনি সহপাঠী আইনবিদ ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। [৪] রিজওয়ানা হাসান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে, প্রথমে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।
২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন। [৫] রিজওয়ানা হাসান শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে যোগ দেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) তে। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (ইংরেজিতে ও সংক্ষেপে ‘বেলা’র) প্রধান নির্বাহী। ১৯৯৭ সালে বেলার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুকের প্রয়াণের পর রিজওয়ানা প্রতিষ্ঠানটির হাল ধরেন। সদ্য স্নাতকোত্তর রিজওয়ানা কনিষ্ঠ কর্মী হিসেবে বেলায় যোগ দিয়েছিলেন। ২০০৩ সালে তাঁর নেতৃত্বে বেলা অর্জন করে জাতিসংঘের অভিজাত স্বীকৃতি ‘গ্গ্নোবাল রোল অব অনার’। [৬] রিজওয়ানার উদ্যোগে ‘বেলা’ থেকে প্রকাশিত হয়েছে বেশ কিছু পরিবেশ রক্ষা ও সংশ্লিষ্ট সকল পক্ষের ভূমিকা সংক্রান্ত প্রকাশনা। এছাড়াও তাঁর ব্যক্তিগত প্রকাশনার মধ্যে রয়েছে- ‘লজ রেগুলেটিং এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ ও জুডিশিয়াল ডিসিশনস অন এনভায়রনমেন্ট ইন সাউথ এশিয়া।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট